সমাজের আলো : সারাহ ইভেরার্ড নামের এক তরুণীকে অপহরণ, ধর্ষণ ও পুড়িয়ে হত্যার দায়ে এক পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছেন লন্ডনের সেন্ট্রাল অপরাধ আদালত। এ ক্ষেত্রে তার জন্য কোনো প্যারোলের সুযোগও রাখা হয়নি।

এর আগে, গত ৩ মার্চ দক্ষিণ লন্ডনে নিজের বাড়ি থেকে হেঁটে বন্ধুর বাসায় যাচ্ছিলেন সারাহ ইভার্ড। এ সময়ে তাকে অপহরণ করে ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ওয়েন কৌজেনস। হত্যা, ধর্ষণ ও অপহরণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। ওয়েন কৌজেনস লন্ডনের মহানগর পুলিশের অভিজাত কূটনৈতিক সুরক্ষা ইউনিটে কাজ করত। এবার বাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *