সমাজের আলো : দিনাজপুরের বিরল উপজেলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটি দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রাসেল হাসানকে (২৫) আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে বিরল উপজেলার ৫নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারায় এ ধর্ষণের ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি ওসমান গনির ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। ধর্ষণের শিকার ওই শিশু একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

