সমাজের আলো। । সিঙ্গাপুরের শিশু আশ্রয়কেন্দ্রে চাকরি করতেন এক ব্যক্তি। ওই সময় তিনি ১১ বছরের এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নাবালিকার বয়স যখন ১৩ বছর, তখন ওই ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এরই মধ্যে অভিযুক্ত সেই আশ্রয়কেন্দ্র থেকে চাকরি ছেড়ে দেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের পর তিনি তার ফোন থেকে মেসেজের মাধ্যমে ওই নাবালিকাকে পুলিশের কাছে মিথ্যে বলতে বলে। এবং মোবাইল ফোনে থাকা ক্ষুদে বার্তা মুছে ফেলতে বলে অভিযুক্ত। সোমবার (২১ সেপ্টেম্বর) ধর্ষণ এবং বিচার কাজে বাধা দেয়ার দায়ে ৩১ বছর বয়সী ওই ব্যক্তিকে ১০ বছর ৬ মাসের জেলের পাশাপাশি ৬টি বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন আদালত।
