সমাজের আলো।। ধর্ষন ও যৌন নিপীড়নসহ নরীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। সপ্তাহ ব্যাপী চলছে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ। প্রতিদিনের ন্যায় আজ সোমবার বেলা ১১ টায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সংগঠনটির সহ-সভাপতি ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহিলা কাউন্সিলর জোছনা আরা। এ সময় আরো বক্তব্য রাখেন, সংগঠনটির সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ন সাধারন সম্পাদক সুলেখা দাস, রোকসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশনারা আরা রুবি প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ধর্ষন ও যৌন নিপীড়নসহ নরীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ধর্ষন ও যৌন নিপীড়নে জড়িতদের বাংলার মাটিতে কোন ঠাই নাই। বক্তারা এ সময় ধর্ষন ও যৌন নিপীড়নে জড়িতদের ফাঁসির জোর দাবি জানান। এর আগে একই স্থানে সকাল ১০ টায় জাতীয় নারী জোট সাতক্ষীরার ব্যানারে ধর্ষন ও যৌন নিপীড়নের প্রতিবাদে মানবন্ধন কর্মসুচি পালিত হয়




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *