সমাজের আলো : সুনামগঞ্জের দিরাই উপজে’লার মধুরাপুর গ্রামে হাওরে ধান কা’টার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃ’ত্যু হয়েছে। আ’হত হয়েছেন আরও ৩ জন।বুধবার (২৮ এপ্রিল) সকালে দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নি’হত ফজলু ও ফখরুল আপন দুই ভাই। এছাড়াও শাবনুর, হাবিব ও লাদেন নামে আরও তিনজন আ’হত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশ’ঙ্কাজনক।পু’লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাধুরাপুর হাওরে নিজের জমির পাকা ধান কাটছিলেন কৃষকরা।

