সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে চেতনানাশক পদার্থ স্প্রে করে অজ্ঞানপার্টির সদস্যরা এক বাড়ি লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুসানার বড় ভাইয়ের বাড়ির দোতলার জানালা ভেঙে চেতনানাশক ঔষধ স্প্রে করে।এতে করে বাড়ির সদস্যরা অচেতন হয়ে পড়ে। এরপর ঘরের আলমারি ভেঙে ছয় ভরি সোনার অলংকার নব্বই হাজার নগদ টাকা লুট করে নিয়ে যায়।ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুসানা জানান, ইউনিয়ন পরিষদ সংলগ্ন নেয়ামুদ্দিন সানার ছেলে মমিন সানার বাড়ির দোতলার জানালা ভেঙে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোররাতে চেতনানাশক পদার্থ স্প্রে করে আলমারি ভেঙে ছয় ভরি ওজনের সোনার অলংকার ও নব্বই হাজার নগদ টাকা নিয়ে গেছে।

