সমাজের আলো: সাতক্ষীরা সদরের ০৮নং ধুলিহর ইউনিয়ন এর জাহানাবাজ নারকেলতলা মোড় হইতে কাপালি পাড়া পর্যন্ত (এল.জি. আর. ডি. অর্থায়নে) ১কি.মি নতুন পিচের রাস্তার উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধন করলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।এ সময় উপস্থিত এলাকার সুধী সমাজ ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রানের দাবী ছিল রাস্তাটি পিচকরনের।

