সমাজের আলো: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে শফিকুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার দোকান ঘরের তালা ভাংচুর করে নগদ টাকাসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র লুটপাট করে দোকান-ভিটা দখল করার অভিযোগ উঠেছে। সোমবার ভোর রাতে ইউনিয়নের কোমরপুর এলাকায় এ লুটপাট ও দোকানঘর দখলের ঘটনা ঘটে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে বলে জানান, ভূক্তভোগী পরিবার। এসময় ভূক্তভোগী পরিবারসহ স্থানীয়রা জানান, কোমরপুর এলাকার মৃত আব্দুল গফফার সরদারের ছেলে শফিকুল ইসলাম ক্রয়সূত্রে ২০১৭সালে কোমরপুর মৌজার এসএ ২১৬ নম্বর খতিয়ানের ৩৩৮ নম্বর দাগে ৬টি দোকানঘর নির্মাণ করে। তবে শফিকুল ইসলামের নির্মিত দোকানঘরের জমিকে নিজেদের জমি বলে দাবি করতে থাকে একই এলাকার মৃত আমিনুদ্দীন সরদারের ছেলে ও নাশকতা মামলার আসামী আব্দুল মতিন। আর এই জমিসংক্রান্ত বিষয়কে নিয়ে উভয়পক্ষের মধ্যেকার দীর্ঘদিনধরে মনোমালিন্য চলে আসছিলো। ঘটনার একপর্যায়ে সোমবার ৩০ (নভেম্বর) ভোরবেলা আব্দুল মতিনের নেতৃত্বে তার ভাই আব্দুল হাকিম, আব্দুল ছামাদ, আব্দুল মালেকসহ অজ্ঞাত ১০-১২জন ব্যক্তি মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে শফিকুল ইসলামের নির্মিত গফফার মার্কেটের ৬টি দোকানঘরের তালা ভেঙে দোকানঘর হতে টেলিভিশন, গ্যাস সিলিন্ডার, শাড়ী, কাপড়, লুঙ্গীসহ বিভিন্ন প্রকারের মালামাল লুটপাট করে নিয়ে দোকানঘরে একাধিক নতুন তালা ঝুলিয়ে দেয় আব্দুল মতিনসহ তার সন্ত্রাসী বাহিনী। এসময় শফিকুল ইসলাম তাদেরকে বাঁধা দিলে শফিকুল ইসলামের উপরে অতর্কিত হামলা করে তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *