অবকাঠামো ও শিক্ষার্থীদের মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছে ধুলিহর নেহালপুর সরকারি প্রাইমারি স্কুল। গতকাল (মঙ্লবার) সকাল ১০ টায় স্কুলের মাঠে মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেজ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.কে মইনুল ইসলাম (মনি) এডিসি সাতক্ষীরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম -সাধারন সম্পাদক, বাংলাদেশের আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা ও চেয়ারম্যান,জেলা পরিষদ সাতক্ষীরা, হোসেন ইয়াসমিন করিমী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশিদ, মিজানুর রহমান (বাবু সানা),
হাফিজুর রহমান, প্রধান শিক্ষক পল্লী উন্নয়ন নেহালপুর মাধ্যমিক বিদ্যালয়, এছাড়া আরো উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ।উক্ত
অনুষ্ঠান পরিচালনা করেন রেবেকা সুলতানা, প্রধান শিক্ষক নেহালপুর সরকারি প্রাইমারি স্কুল।
সার্বিক সহযোগিতা করেন এস এস সি ৯৩ ব্যাচ ও জেলা-পরিষদ সাতক্ষীরা।
