সমাজের আলো: কোভিড নাইন্টিনের মাঝেও আসন্ন ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের মানসিক দিক দিয়ে চাঙ্গা রাখাটা হবে চ্যালেঞ্জিং। এমনটাই মন্তব্য অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ইংলিশদের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের স্বাস্থ্যবিধির পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ অজি অধিনায়কের। এ সময় ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের ভূয়সী প্রশংসা করেন অ্যারন ফিঞ্চ।
