আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম নারী সভাপতি নাজনীন আরা নাজুর সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আরা নাজু নতুন ম্যানেজিং কমিটির সংশ্লিষ্টদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এসময় বিদ্যালয়ের সামগ্রীক ও শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, অভিভাবক সদস্য মোঃ ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মোঃ আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, প্রতিষ্ঠাতা সদস্য, মীর হাসিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ তৈবুর রহমান, এএইচএম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী শাহী, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন প্রমুখ।

