সমাজের আলো : নরসিংদীতে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার দেখান হয়। এর আগে, সোমবার বিকেলে পৌর এলাকার শালিধা এলাকায় এক ময়লার ভাগারের পাশে ওই কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে তারা। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ।অভিযুক্ত তিনজন হলো, মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং অপরজন পলাশের দক্ষিণ দেওড়া এলাকার জাহিদুল হক (২০)।এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ১৬ বছরের এক কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহণ নামে একটি মিনিবাসে উঠে। এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসের চালক ও দুই হেলপার মেয়েটার মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগারে নিয়ে যায়। পরে ৩ জন পালাক্রমে ধর্ষণ করে মুখ বাধা অবস্থায় ফেলে যায়।

এরপর, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে রাতেই এবং সকালে মামলা হবার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, এই ঘটনায ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে দুপুরে। কিশোরী এখনও থানায় আছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান হারুন অর রশিদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *