হাফিজুর রহমান শিমুলঃ
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার আলহাজ্ব জাহিদুল হক। প্রচণ্ড শীতের এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে নলতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় নলতা হক মার্কেট এলাকায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক এর (নলতা শরীফ) নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৪ শত পরিবারের মাঝে সময় উপযোগী কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউসুফ, সাবেক ইউপি সদস্য ও চ্যানেল চেয়ারম্যান আজমিরুজ্জামান আজমির, খান বাহাদুর আহসানুল্লাহ হাউজের প্রতিনিধি মোঃ খুরশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক গাজী হাবিব, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য লতিফুর রহমান, সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, আবুল কালাম বিন আকবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এ সময়ে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক। তারা আলহাজ্ব মোঃ জাহিদুল হকের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।স্থানীয়রা জানান, প্রতি বছরই আলহাজ্ব মোঃ জাহিদুল হক নলতা ও আশপাশের এলাকায় মানবিক সহায়তা নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, যা সমাজে সহমর্মিতা ও মানবিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *