কালীগঞ্জ প্রতিনিধি। । কালিগঞ্জের নলতায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় রুহুল হক পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সিডিডির অর্থায়নে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনে (এমজেএফ) এর ব্যবস্থাপনায় নলতার এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সহায়ক উপকরণের মধ্যে ছিল (হুইল চেয়ার, স্টান্ডিং ফ্রেম, ওয়াকার)। অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। এমজেএফ এর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর মো. বাদিউজ্জামান। অনুষ্ঠানে নলতা ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় (এনডিডি) নলতা শাখার প্রধান শিক্ষক আব্দুল্লাহ পারভেজ সহ স্কুলের শিক্ষক কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

