সমাজের আলো : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬ নং নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভিজিডি কার্ডে উপকারভোগির নামের তালিকায় অনিয়মের অভিযোগের তদন্ত করেছেন মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় তিনি সরেজমিনে তদন্ত করেন। জানা যায় কালীগঞ্জ উপজেলার , নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২০২১-২০২২ এর ভিজিডি কার্ড উপকারভোগি নির্বাচনে ইউপি সদস্য মো. হাবিবুর রহমান তদন্ত কমিটি দ্বারা তদন্ত না করে নিজের ইচ্ছামত অনিয়মের মাধ্যমে চুড়ান্ত করেছেন বলে এলাকার নজরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, আজিবর রহমানের স্ত্রী নাছিমা খাতুন, মোক্তার আলীর স্ত্রী মর্জিনা খাতুনসহ ১১ জন গত ১০ ডিসেম্বর কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বারাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গতকাল সোমাবর সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী সরেজমিনে তদন্ত করেন। এসময় অভিযোগকারীরা ইউপি সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়মের কথাগুলো তুলে ধরেন। এব্যাপারে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী বলেন, অভিযোগের তদঠ গেছে তারাও গরীব। একদিনে সবগুলো তদন্ত করে দেখা সম্ভব হয়নি। আগামীতে সবগুলো তদন্তকরে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী ভিজিডি উপকারভোগি নির্বাচন করা হয়েছে। যারা অভিযোগ করেছে তাদের কারও নামে রেশন কার্ড আছে। কেউ পূর্বে ভিজিডির চাল পেয়েছে। তদন্ত কর্মকর্তারা তদন্ত করে যদি তাদের দেওয়ার মত হয় তবে দেবে।

