সোহরাব হোসেন সবুজ, নলতা : করোনা সংক্রমনে সাতক্ষীরা জেলা বর্তমানে রেড এলার্টের আওতায়। দেশের অন্যান্য স্থানের তুলনায় সাতক্ষীরায় এই মরন ব্যাধির সংক্রমন যেমন হু হু করে বাড়ছে, তেমনি মৃত্যুর হারও বেড়েই চলেছে। এর মধ্যে জেলার কালীগঞ্জের নলতায়ও সংক্রমন বেড়েছে বহু মাত্রায়। স্থানীয়রা মনে করছেন, নলতা এলাকায় এই সংক্রমন বাড়ার অন্যতম কারন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে ভারত ফেরতদের কোয়ারেন্টাইনে রাখা।

ভোমরা বর্ডার দিয়ে প্রবেশকৃত বা ফেরত মানুষ গুলোকে সাতক্ষীরা জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় এবং কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় তিন ধাপে এখানে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এবং ৩য় ধাপে এখানে প্রায় ১০৩ জনকে রাখা হয়েছে যারা এখনো মিশনের গেস্ট হাউসে আছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের তদারকিতে থানা পুলিশ, স্থানীয় গ্রাম পুলিশ, ইউনিয়ন সদস্য, মিশন কর্মকর্তারা তাদের দিকভাল করেছেন।

এভাবে ভারত ফেরতদের এখানে আটকে রেখে সেবা যত্নের মাধ্যমে এই এলাকায় দ্রুত ছড়াতে পারে এর সংক্রমন বলে মনে করছেন স্থানীয় সচেতনরা। আর সরকারি রিপোর্ট অনুযায়ী নলতা ইউনিয়নের মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছে বেশি। তবে, ভারত ফেরত এসব মানুষ গুলোকে জেলার বিভিন্ন হাসপাতাল বা সরকারি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করলে বেশি ভালো হত বলে মনে করছেন সচেতন মহল। এ বিষয় ফোনে কথা বলতে গেলে গত সোমবার কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, ভারত ফেরত রোগীদের এই কোয়ারেন্টাইন টি জেলা প্রশাসক পরিচালনা করছেন।

এ বিষয়ে আমি তেমন কিছু তথ্য দিতে পারব না। তাই জেলা প্রশাসকের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি। বিষয় টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামালের নিকট জানতে চাইলে তিনি বলেন, যেহেতু কিছু মানুষকে মিশনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ওগুলো নামিয়ে পরবর্তীতে ওখানে ভারত ফেরতদের আর রাখা হবে না বলে জেলা প্রশাসক আশ্বাস্ত করে কালের চিত্র ও সমাজের আলোর প্রতিনিধিকে জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *