আজহারুল ইসলাম সাদীঃ স্বাস্থ্যবিধি মেনেই আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফজরের নামাজবাদ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যব্হী নলতা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্ব আনসারউদ্দীন সাহেবের দাফন সম্পন্ন হয়েছে।
মহামারী করোনা পরিস্থিতিতে সকলে জানাযায় অংশ না নিতে পারার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সু-যোগ্য সভাপতি, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. আ ফ ম রুহুল হক।
জানাজার নামাজ শেষে পীর আম্মার কবরস্থান সংলগ্ন কবরস্থানে, চিরনিন্দ্রায় শায়িত হলেন তিনি।

