সোহরাব হোসেন সবুজ,: সাতক্ষীরার নলতা শরীফেে পীরকেবলা হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল থেকে অভিজ্ঞ ডাক্তাদের দ্বারা সুন্নতে খৎনা অনুষ্ঠিত হয়েছে। এলাকার দরিদ্র পরিবারের ১৭৭ জন ছেলেকে বিনামূল্যে এই খৎনা দেওয়া হয়। খৎনার সাথে তাদেরকে বিনামূল্যে লুঙ্গি, গেঞ্জি ও ঔষধ দেওয়া হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এ কার্যক্রম করা হয়। খৎনা অনুষ্ঠান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পাক রওজা শরীফের খাদেম মো. আব্দুর রাজ্জাক, নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ শামসুল হুদা সহ কেন্দ্রীয় মিশনের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনে দোয়া ও মোনাযাত পরিচালনা করেন খতিব আবু সাইদ রংপুরীী।

