সমাজের আলো : ফেনী সদরের মহিপালে সার্কিট হাউজ রোডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে ওই এলাকার পূর্ব বিজয়সিংহে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবুল কালাম আজাদের নতুন বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।স্বজনরা জানায়, সকাল থেকে আয়েশা (৩) ও তাসফিয়া (৪) বাড়ির পেছনে খেলাধুলা করছিল। হঠাৎ তাদের কোনো সাড়া না পেলে তাদের খুঁজতে গিয়ে দুজনকে পাশের পুকুরে দেখতে পায় স্বজনরা। এ সময় তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

