সমাজের আলো ঃ যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণসহ বাংলাদেশের রেলওয়ের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্জ বৃহস্পতিবার রেলভবনে মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তার দেশের এ আগ্রহের কথা প্রকাশ করেন।এ সময় রেলওয়ের বর্তমান অবস্থান তুলে ধরে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার রেলখাত বেশি গুরুত্ব দিয়েছে। রেলওয়েতে অনেকগুলো প্রকল্প বর্তমানে চলমান আছে। কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন হচ্ছে। এছাড়া যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণসহ অনেক প্রকল্প চলমান আছে।বেশিরভাগ সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে এ রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মিটারগেজগুলোকে ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে। সারাদেশের জেলাগুলোকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী রাষ্ট্রদূতকে জার্মানির উচ্চপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও জার্মানিতে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ জানান।এসব বিষয় যাতে বিবেচনা করা হয়, সেজন্য উদ্যোগী হওয়ার আশ্বাস দেন জার্মানির রাষ্ট্রদূত।সাক্ষাৎকালে সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার উপস্থিত ছিলেন।

