সমাজের আলো। । হুবহু নামের মিল। বাবার নামও কাকতালীয়ভাবে প্রায় একই রকম। আর তাতেই ৮০ বছরের এক নিরপরাধ বৃদ্ধকে চৌদ্দ শিকে পুরেছে পুলিশ। গলাচিপা পৌর এলাকার কলেজপাড়ার বনানী এলাকার ওই বৃদ্ধকে ৪ অক্টোবর একটি চেক ডিজ-অনার মামলায় কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ২৫ মার্চ ব্র্যাকের দায়ের করা ওই মামলায় পটুয়াখালীর যুগ্ম জেলা দায়রা জজ আদালত মো. হাবিবুর রহমান নামে একজনকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ ৪০ হাজার টাকার অর্থদণ্ডের আদেশ দেন। এদিকে গতকাল শনিবার দুপুরে প্রকৃত আসামি মো. হাবিবুর রহমানকে (৪৯) গলাচিপার আরামবাগ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে পটুয়াখালী কারাগারে পাঠিয়েছে
