সমাজের আলো।। শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঘিরে দেশ জুড়ে নাশকতার আতঙ্ক বিরাজ করছে। ১৩ই নভেম্বর রায়ের দিন ধার্য করার খবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় প্রতিহত করার মিশনে নেমেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাদের তরফে ওইদিন সারা দেশে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। দলটির পলাতক সিনিয়র নেতারাও এ নিয়ে তৎপরতা শুরু করেছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরও লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। গোয়েন্দা সংশ্লিষ্টরা ধারণা করছেন, রায়ের সিদ্ধান্ত আটকে দেয়ার অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল করার চেষ্টা করতে পারে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তায় লকডাউনের ঘোষণার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের ‘নাশকতার’ কোনো পরিকল্পনা থাকলে তা ঠেকাতে প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ করে পুলিশ সদর দপ্তর থেকে বার্তা দেয়া হয়েছে সারা দেশের পুলিশকে। থানায় থানায় দেয়া হয়েছে কড়া বার্তা। আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে ঘর থেকে বের হতে না পারে সেজন্য থানা পুলিশকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *