ইয়ারব হোসেন ঃ রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষ দাড়িয়ে আছে সাতক্ষীরা শহরের মানুষ। মাঝে মাঝে আটকে যাচ্ছে খোলা পিফকআপ টি। আর পিকআপের সামনে দাড়িয়ে হাত উচু করে ও নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন
নেপালকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের অধনায়ক এবং স্ট্রাইকার সাবিনা খাতুন।
নিজ শহরে পা দিয়ে ফুল আর সাধারন মানুষের ভালবাসায় নিজেকে উজাড় করে কথা বলছেন সকলের সাথে। এ এক অন্য রকম দূশ্য। বাড়িতে আসায় সাতক্ষীরায় সর্বস্তরের মানুষ বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছে। মনের ভিতরে যতটূকু আবেগ ছিল তা উজাড় করে সাবিনাকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরার হাজারোও মানূষ। ফুলের মালা গলায় পরিয়ে বর্ণিল শোভাযাত্রায় তাকে বরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একটি কালো রঙের প্রাইভেট যোগে সাতক্ষীরায় আসেন নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। সোজা যেয়ে উঠেন সাতক্ষীরা সার্কিট হাউসে। সাবিনা খাতুন সাতক্ষীরায় এসেছেন এমন খবর মুহুত্বে ছড়িয়ে পড়ে সাতক্ষীরার গ্রাম থেকে গ্রামে। জড়ো হন হাজার হাজার মানুষ। সাতক্ষীরা বাসি তাদের মেয়ে সামনে আসেন ফুটবল কন্যা সাবিনা খাতুন। কছু সময় পরে সেখানে পৌছে যান একটি ছাদখোলা পিকআপ। ওঠেন তিনি। সাদা টি-শার্ট আর কলো চসমা পরা বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা দুই হাত নেড়ে এ সময় অভিনন্দন উপস্থিত সকলকে।
সাবিনা খাতুন ছাদখোলা পিকআপে দাঁড়িয়ে জনতার অভিনন্দনের জবাব দেন। সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে শহরের সঙ্গীতা মোড় হয়ে পাকাপুল, টাউন স্পোর্টিং ক্লাব ঘুরে নিউমার্কেট মোড়ে এসে পিকআপটি থামে। গোটা শহর ঘুরে তিনি সাতক্ষীরাসহ দেশবাসিকে অভিনন্দন জানান। লাল-সবুজের জাতীয় পতাকাবাহী খোলাছাদের পিকআপটি সাবিনাকে নিয়ে শহর প্রদক্ষিণকালে শিশু, কিশোর, যুব-বৃদ্ধ সবাই তাঁকে অভিনন্দন জানান। শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে ফুটবল কন্যা সাবিনা খাতুন ফিরে যান নিজ বাড়িতে। এসময় সড়কের দুধারে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাঁকে হাত নেড়ে অভিনন্দন জানান।
এর আগে সকাল ৫টার দিকে সাবিনা খাতুন রাজধানী ঢাকা থেকে তাঁর নিজ বাড়িতে পৌঁছান। এসময় সাবিনা খাতুন তাঁর প্রয়াত পিতা সৈয়দ আলী ও প্রয়াত কোচ আকবর আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
শহর প্রদক্ষিণেরর আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ জাতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ক এবং স্ট্রাইকার সাবিনা খাতুন। এসময় তিনি বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসির প্রতি উৎসর্গ করেছি। বাবা বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার প্রয়াত শিক্ষাগুরু আকবর আলীর কাছে চিরকৃতজ্ঞ।
সাতক্ষীরাসহ দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করতে পারছি। আমি সকল সময় আপনাদের মাঝে থাকতে চায়। সাতক্ষীার সাবিনা খাতুনের বাড়িতে মানুষের ঢল নামতে শুরু করেছে।
