খুলনা প্রতিনিধিঃ- এলপি গ্যাস, ভোজ্য তেল, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশশনিবার বিকালে খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় ব্যবসায়ীমহল চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, এলপি গ্যাস, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। সরকারের অসহায়তা মারাত্মকভাবে প্রকট। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান।

সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট খুলনার আহবায়ক এসএম শাহনওয়াজ আলী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সিপিবি নারীসেলের সুতপা বেদজ্ঞ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জেএসডি) মহানগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল খালেক, জাপা নেতা শাহ মোঃ লায়েক উল্লাহ, নিসচা’র নগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি খুলনার সভাপতি তোবারেক হোসেন তপু, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দীন, নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুল মিনা, কবি সৈয়দ আলী হাকিম, টিইউসি নেতা এসএম চন্দন, ন্যাপ মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মিলন কান্তি মণ্ডল, অ্যাড. মেহেদী ইনসার, কেএইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, দেশ বাংলা একাডেমি’র প্রতিষ্ঠাতা দেশ আহমেদ রাজু, অ্যাড. এফএম মুস্তাকুজ্জামান মুক্তা, দীপক ভদ্র, যুব ইউনিয়নের মৌফারশের আলম লেনিন, বেবী বিশ্বাস, কাকলি আক্তার কণা, শারমিন আক্তার পিয়া,আসলাম হোসেন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *