সমাজের আলো।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
তিনি জানান, যশোর রিজিয়নের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় সর্বোচ্চ ৬টি প্লাটুন দায়িত্ব পালন করবে। এ ছাড়া ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কেএনাইন (K-9) ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলার ২১টি উপজেলার ১২টি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এখানে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রয়োজনে ড্রোন ও বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান তিনি।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
তিনি আরও জানান, আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পুরো অঞ্চলে বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার করে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধেও কঠোর নজরদারি চালানো হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

