সমাজের আলো: ট্রাম্প শিবিরের এক আইনজীবী বলেছেন, নির্বাচনের শেষ পর্যন্ত আমরা লড়াই করতে চাই। মূলত ট্রাম্পকে বিভিন্ন রাজ্যে আইনি সহায়তা দেওয়ার লক্ষে রিপাবলিকান ন্যাশনাল কমিটির পক্ষ থেকে আইনজীবীদের চিহ্নিত করে রাখা হয়েছে। এদের মধ্যে এক আইনজীবী এই কথা বলেছেন। আইনজীবী প্যানেলের সদস্যরা বর্তমানে বিভিন্ন রাজ্যে ট্রাম্পের পক্ষে নির্বাচনে অনিয়মের বিভিন্ন প্রমাণ জোগাড়ের চেষ্টা করছেন।

