সমাজের আলো : নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার উন্নয়ন প্রকল্প গুলো ঝিমিয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক ঠিকাদারী প্রতিষ্টান তাদের কাজ বন্ধ করে দিয়েছেন। দরপত্র দাখিলের সময়ে দেওয়া দামের থেকে বর্তমানে প্রায় ২৫ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ঠিকাদারী প্রতিষ্টান গুলো কাজ করতে হিমশিম খাচ্ছে। অনেকে লোকশান গুনতে হবে বলে কাজও বন্ধ করে দিয়েছেন।
ঠিকাদারদের অভিযোগ, যখন দরপত্র আহবান করা হয়েছিল, তখন ইট, সিমেন্ট, পাথর, রড ও বিটুমিন সহ নির্মাণ সামগ্রীর দাম কম ছিলো। বর্তমানে নির্মান সামগ্রীর দাম ২৫ শতাংশ এবং কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি বৃদ্ধি পেয়েছে। যে কারণে তারা অনেকে কাজ বন্ধ করে দিয়েছেন। প্রকল্প গুলো বন্ধ রাখা ছাড়া উপায় নেই তাদের। কারণ বর্তমান বাজারদরে কাজ করলে লোকশান গুনতে হবে লাখ লাখ টাকা।
তালার ঠিকাদারী প্রতিষ্টাণ মেসার্স রৌশনী এন্টারপ্রাইজ’র মালিক শেখ আনোয়ারুল ইসলাম জানান, তার প্রতিষ্টানের নামে প্রায় ১২টি প্রকল্প চলমান আছে। অধিকাংশ কাজ তিনি বন্ধ রেখেছেন। কারণ হিসেবে তিনি বলছেন, নির্মাণ সামগ্রীর দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। টাকা হলেও নির্মাণ সামগ্রী সংগ্রহ করা যাচ্ছে না। বর্তমানে ৪২০ টাকা দামের সিমেন্ট ৫৮০ টাকা, ১৫৫ টাকার পাথর ২১৬ টাকা, ৫৫ টাকা দামের রড ৯৫ টাকা, সাত হাজার টাকা দামের বিটুমিন ১১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
কালিগঞ্জ উপজেলার ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, তার প্রতিষ্টানের নামে প্রায় ১৫টি কাজ চলমান আছে। প্রকল্প গুলোর মধ্যে কয়েকটি প্রকল্প বন্ধ রাখা হয়েছে। হঠাৎ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তিনি প্রকল্প গুলোর কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে এলজিইডি দপ্তর থেকে বারংবার কাজ শেষ করতে একাধিক পত্র দেওয়া হচ্ছে। কিন্তু কি করবে ? প্রকল্পের কাজ চলমান রাখতে গেলে লোকশান গুনতে হবে লাখ লাখ টাকা। এমন অভিযোগ সাতক্ষীরার ঠিকাদারদের।
তালা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি ও ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স বসু ট্রেডার্স এর মালিক কল্যান বসু জানান, তার প্রতিষ্টানের নামে এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের ১৫টি কাজ চলমান আছে। পূর্বের দাম ছাড়া বর্তমান বাজার মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় কাজ গুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নির্মাণ সামগ্রীও পাওয়া যাচ্ছে না সময় মতো। সব মিলিয়ে প্রকল্প গুলো বাস্তবায়ন করতে গেলে ঠিকাদারী প্রতিষ্টাণ গুলোকে লোকশান গুনতে হবে লাখ লাখ টাকা। যে কারণে অনেক ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন।
তালা উপজেলা স্থানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার জানান, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় অনেক প্রকল্পের কাজ ঝিমিয়ে পড়েছে। অনেক ঠিকাদারী প্রতিষ্টান কাজ বন্ধ রেখেছেন। ঠিকাদারী প্রতিষ্টাণ গুলোকে পত্রের মাধ্যমে তাগিদ দিয়েও কাজ হচ্ছে না। তারা বর্তমান বাজার মূল্য বৃদ্ধির কথা বলছেন।
স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের সাতক্ষীরার নির্মাহী প্রকৌশলী নারায়ান চন্দ্র সরকার জানান, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ঠিকাদারী প্রতিষ্টাণ কাজ বন্ধ রেখেছেন। অনেকের কাজ চলছে খুড়িয়ে খুড়িয়ে। তাদের তাগিদ দেওয়া হলে তারা নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কথা বলছেন। চেষ্টা করছি ঠিকাদারী প্রতিষ্টাণ গুলোকে দিয়ে কাজ বাস্তবায়নের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *