ফিংড়ী প্রতিনিধি আলামিন রোকন: সদরের ১৪ নং ফিংড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দৈনিক পত্রদূত পত্রিকার রিপোর্টার সমীর ঘোষ স্ট্রোক জনিত কারনে মৃত্যু বরন করেন। তার মৃত্যুতে একেবারে অসহায় হয়ে পড়েছে তার পরিবারটি। তার পরিবার সূত্রে জানা যায়- গত ১৪/১২/২০১৮ খ্রীঃ তারিখে রিপোর্টার সমীর ঘোষ স্ট্রোক করে মৃত্যু বরন করেন। সেই থেকে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া ও অভাবের কালো থাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও দুই সন্তান নিদারুণ অভাবের যাতনায় প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে। কে দেখবে তার পরিবারটি, কে দেখবে তার পিতৃহারা এতিম সন্তান দুটোর। তার স্ত্রী মিতা রানী ঘোষ এর নিকট এ প্রতিবেদক জানতে চাইলে তিনি জানান- বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লিতে আমার একটি ঘর হলো না, সরকারী সূযোগ সুবিধা থেকে আমি বঞ্চিত। ওদের বাবা মারা যাওয়ায় পর খেকে খেয়ে না খেয়ে আামাদের দিন কাটে কেউ খোজ খবরও নেয় না। তার উপর আমার ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধীর সামিল। তারও একটি কার্ড কেউ করে দেয়নি। তার স্বামীর ভিটায় একটি সরকারী ঘর যাতে হয় এবং সরকারী অন্যান্যাদি সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য চেয়ারম্যান, ইউএনও জেলা প্রশাসক সহ সমাজের বিত্তবানদের নিকট আকুল আবেদন জানিয়েছে এই অসহায় পরিবারটি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *