সমাজের আলোঃ দুর্যোগের সময়ে মাশরাফি বিন মুর্তজা নিলামে তুলছেন তার প্রিয় ব্রেসলেটটি। যার সর্বনিম্ন  ভিত্তিমূল্য ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী রোববার রাত ১০:৩০ থেকে শুরু হবে নিলাম কার্যক্রম। নিলামকারী অনলাইন প্ল্যাটফর্ম ‘অকশন ফর অ্যাকশন’‌‌ নিশ্চিত করেছে এই খবর।
ব্রেসলেটটি মাশরাফির দীর্ঘ ১৮ বছরের সঙ্গী। ক্যারিয়ারের শুরুর কয়েক বছর লাল-সবুজ রঙের বাংলাদেশ লেখা রিস্টব্যান্ড লাগিয়ে খেলেছেন দেশের ইতিহাস সেরা এই অধিনায়ক। এরপর সেটি বদলে রুপার তৈরি ব্রেসলেট নিয়ে খেলতে নামতেন। যাতে ইংরেজী অক্ষরে লেখা ছিল ‘মাশরাফি’।
‘অকশন ফর অ্যাকশন’ প্ল্যাটফর্মে এর আগে সাকিব আল হাসানের ব্যাট বিক্রি হয় ২০ লাখ টাকায়। সম্প্রতি মুশফিকুর রহীমের টেস্ট ক্যারিয়ারেরর প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট ১৭ লাখ টাকায় কিনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দেশের দুস্থ-অসহায় মানুষদের কল্যাণের জন্য ব্যয় হবে। সাকিব-তামিম-মাশরাফি করোনা মহামারীর শুরু থেকেই সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছেন। তাসকিন আহমেদ, সৌম্য সরকার থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীও নিজেদের পছন্দের স্মারক নিলামে তুলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *