সমাজের আলোঃ ২০১৯ সালে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেন আমেরিকার স্প্রিন্টার ক্রিশ্চিয়ান কোলম্যান। তখন থেকেই তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। ডোপ পরীক্ষায় লুকোচুরি করে যাচ্ছিলেন।

এবার তৃতীয়বারের মতো ডোপ পরীক্ষা থেকে পালিয়ে সাময়িক নিষিদ্ধ হলেন ১০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বের দ্রুততম এই মানব অবশ্য এখনও নিজেকে নির্দোষ দাবি করছেন। তিনি বলছেন, অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিটের দাবি (এআইইউ) সত্য নয়।

তবে ২৪ বছর বয়সী এই আমেরিকান স্প্রিন্টারের দাবি, ক্রিসমাসের জন্য তিনি একটু শপিং করতে গিয়েছিলেন। পরীক্ষক তার সঙ্গে যোগাযোগই করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে কোলম্যান লিখেন, ‘আমি কখনও পারফরম্যান্স বর্ধক ওষুধ নেইনি এবং ভবিষ্যতেও নেব না।’

এর আগে ২০১৯ সালের ১৬ জানুয়ারি এবং একই বছর ২৬ এপ্রিল ডোপ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন কোলম্যান। গত বছর অবশ্য হিসাবের ফাঁকফোকর দিয়ে শাস্তি এড়াতে সক্ষম হন কোলম্যান। কিন্তু এবার সম্ভবত ২ বছরের জন্য নিষিদ্ধ হতে হবে তাকে। আর এমনটা হলে আসন্ন টোকিও অলিম্পিকেও অংশ নিতে পারবেন না বিশ্বের দ্রুততম এই মানব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *