সমাজের আলো : নিষেধ স্বত্ত্বেও ছেলে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাওয়ায় রাগে, দু:খে, ক্ষোভে ছেলের উপর অভিমান করে হারপিক পানে আত্নহত্যা করেছেন পিতা খুলনার পাইকগার কপিলমুনির বিশিষ্ঠ কসমেটিক্স ব্যবসায়ী অনাথ চন্দ্র সাধু (৬০)। তিনি কপিলমুনির নাছিরপুর এলাকার মৃত সূর্য্য সাধুর ছেলে এবং কপিলমুনিস্থ মেসার্স সূর্য্য ষ্টোরের মালিক।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, একমাত্র ছেলে সুমন সাধুু বন্ধুদের সাথে আজ (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে শনিবার বিকেলে পিতার কাছে বায়না ধরে। তবে উদ্বাধনীতে বহু লোকের ভীঁড়ে ভালভাবে দেখতে পারবেনা, এমনকি দোকানের হালখাতা ভাল না হওয়ায় তাকে দোকানে বসতে বলে। তবে ছেলে সুমন সাধু পিতার কথা অমান্য করে সেতু দেখতে বেরিয়ে পড়ে। এতে ক্ষোভে, দু:খে ছেলের উপর অভিমান করে পিতা অনাথ সাধু ২৪ জুন সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে বাড়িতে রক্ষিত হারপিক হারপিক পান করে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তার স্ত্রী অন্যদের সহযোগীতায় প্রথমে কপিলমুনি আমেনা ক্লিনিক ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *