সমাজের আলো : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হককে বিরুদ্ধে এক লক্ষ টাকা না দেওয়ায় নৌকার মনোনয়ন পাননি বলে অভিযোগ তুলেছেন চেয়ারম্যান প্রার্থী সজল মুখার্জী। টাকা চাওয়ার সেই মোবাইল কল রেকর্ডটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।সজল মুখার্জী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি। তিনি আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হককে এক লাখ টাকা না দেওয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাননি বলে অভিযোগ তুলেছেন প্রার্থী সজল মুখার্জী। টাকা দাবির কথপোকথনের সেই কল রেকর্ডটিও সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন তিনি।

ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সজল মুখার্জী বলেন, মনোনয়ন তদবির করার জন্য আমার কাছে জেলা আওয়ামী লীগ সভাপতি এক লক্ষ টাকা দাবি করেন। তবে আমি তাকে টাকা দেইনি। তাকে টাকা না দেওয়ায় আমি নৌকার মনোনয়ন বঞ্চিত হয়েছি। আমি দলের একজন ত্যাগী কর্মী। নিজের বাড়ি না করে দলীয় অফিস নির্মাণ করেছি। আমি মনেকরি, আমি নৌকা প্রতিক পাওয়ার একমাত্র যোগ্য প্রার্থী।

তবে এ বিষয়ে সাতক্ষীরা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেন, চাইছি তো কি হয়েছে। সে টাকা দিয়েছে কিনা সেটা দেখেন। এরপর সজল মুখার্জীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলে ধরেন তিনি বলেন, আমি টাকা চাইনি।উল্লেখ্য ঃ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। পদ শূন্য হওয়ার পর চলতি বছরের ২ জুন আ.লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক চিঠিতে জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি একে ফজলুল হককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।

দৃষ্টি আকর্ষন ঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ও ধলবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সজল মুখার্জীর কল রেকর্ডটির কথপোকথন হুবহু তুলে ধরা হলো।
ফজলুল হক : হ্যালো
সজল মুখার্জী : চাচা কেমন আছেন ?
ফজলুল হক : এই আল্লাহ্ রেখেছে
সজল মুখার্জী : সজল মুখার্জি বলছিলাম
ফজলুল হক : সজল কি বলো ? কি করতেছো কি?
সজল মুখার্জী : এইতো আছি, আপনি বেরোবেন কটায়?
ফজলুল হক : আমিতো বেরোবো ১ টায়।
সজল মুখার্জী : বেলা এক টায়?
ফজলুল হক : হু
সজল মুখার্জী : আচ্ছা, আচ্ছা, শরীল টরিল ভালো আছে তো?
ফজলুল হক : হা যাচ্ছে, তুমি কি কোন ব্যবস্থা করতে পেরিছো নাই?
সজল মুখার্জী : চাচা কত দিতে হবে চাচা
ফজলুল হক :আমিতো একের কথা বলছিলাম তা দেখো
সজল মুখার্জী : এক লাখ
ফজলুল হক : হ্যা
সজল মুখার্জী : আমার সব রেডি করে দিতে পারবেন তো চাচা?
ফজলুল হক : ইনশাল্লাহ, যদি উপর আল্লাহ সহাযয় থাকে তাহলে হবে।
সজল মুখার্জী : আচ্ছা আচ্ছা, আমি ঢাকায়় আছি আপনি আসেন।
ফজলুল হক: উপর আল্লাহর উপরে ভরসা করো।
সজল মুখার্জী : হ্যাঁ হ্যাঁ
ফজলুল হক : তুমি এখন ঢাকায় নাকি?
সজল মুখার্জী :হ্যাঁ, আপনি ঢাকায়় আসেন আমি দেখা করবান।
ফজলুল হক: তুমি আমার নাম্বারে যোগাযোগ রেখো কনে, আমি রাত্রি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবান ইনশাল্লাহ।
সজল মুখার্জী : আচ্ছা আচ্ছা চাচা ঠিক আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *