সমাজের আলো : সদরের প্রত্যন্ত গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আবদুল্লাহ নামের এক যুবক ও তার চাচা সোহেলের বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সদরের ভাটপাড়া গোপালপুর গ্রামে বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতে শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় একই গ্রামের আব্দুল্লাহ মেয়েটিকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আবদুল্লাহর চাচা সোহেল মেয়েটির বাড়ির সমনে পাহারা দেন। পরে শিশুটির দাদা বিষয়টি টের পেয়ে বাড়ির ভেতরে ঢুকলে আব্দুল্লাহ ও তার চাচা সোহেল পালিয়ে যান।

