সমাজের আলো : করোনাকালিন সময় থেকে মাক্স বিতরণ, স্বাস্থ্য সচেতনা, বৃক্ষ রোপন, পরিবেশ

দূষন রোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে শহরের বিভিন্ন স্থান ও
দোকানে এবং পাড়া মহাল্লায় ডাসবিন স্থাপনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে
সাতক্ষীরায় সকলের নজর কেড়েছে সেবা বাংলাদেশ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

এবার জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সেবা বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠনের চার
যুবক পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনামূলক প্রচারনা ও ৩৫টি দাবি সম্বলিত
সর্তক বার্তা’র লিফলেট নিয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়
বাইসাইকেলের মাধ্যমে বিশ্ব প্রচারণায় মাঠে নেমেছে।

আগামি ৮ আগষ্ট তারা যশোর বেনাপোল বন্দর দিয়ে বাইসাইকেলে করে প্রতিবেশি
দেশ ভারত যাত্রার মাধ্যমে বিশ্ব প্রচারনায় মাঠে নামছে।

আজ সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে দুপুরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে
সাংবাদিকদের এসব কথা জানান বিশ্ব প্রচারনায় অংশ নিতে যাওয়া সাতক্ষীরা
জেলা ক্রীড়া সংস্থার সাইকেলিস্ট সদস্য ও সেবা বাংলাদেশ অর্গানাইজেশনের
পরিচালক সোলাইমান হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ও সেবা বাংলাদেশ
আর্গনাইজেশনের অর্থ উপদেষ্টা এবং সাইকেলিস্ট টিম লিডার সেরাফিন মন্ডল,
সেবা বাংলাদেশের মাহমুদ হাসান খান ও রবিউল ইসলাম।

বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধ, প্রকৃতি রক্ষা, কার্বনডাই অক্সাইড নিঃসরণ এর
সমাধান, পরিবেশ ও বায়ু দুষণ রোধে ঢাকনা যুক্ত ডাষ্টবিন চাই, যত্রতত্র
ময়লা ফেলা বন্ধ, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত দেশ, তৃতীয় বিশ্বযুদ্ধ ও শিশু
হত্যা বন্ধ, রোহিঙ্গা সমস্যার সমাধানসহ ৩৫টি দাবি সম্বলিত সর্তক বার্তা
নিয়ে তাদের এই বাইসাইকেল বিশ্ব যাত্রা

। প্রথমে তারা ভারত, নেপাল, ভূটান, পাকিস্থান, দুবাই, ইরান, তূর্কিসহ
ইউরোপের বিভিন্ন দেশে তারা বাইসাইকেলে প্রচারণা চালাবেন।

ইতি পূর্বে তাদের ভিসা সম্পন্ন হয়েছে। বাইসাইকেলে সর্তক বার্তা নিয়ে
বিশ্ব প্রচারনা নিয়ে জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ
সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম সহ বিভিন্ন সরকারি দফতর তাদেরকে
প্রত্যায়ন পত্র প্রদান করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *