পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : পাইকগাছার কপিলমুনি বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতির আয়োজনে হলুদ চাঁদনীতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কপিলমুনি বাজারের নির্মাণ বিপনীর মালিক বিপ্লব সাধুর পক্ষে উক্ত সমিতির সভাপতি নির্মল মজুমদার এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কপিলমুনি বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ তাপস কুমার সাধু।
লিখিত বক্তব্যে তাপস সাধু বলেন, পাইকগাছা উপজেলার কপিলমুনির নির্মাণ বিপনীর স্বত্ত্বাধিকারী মৃত বিশ্বনাথ সাধুর ছেলে বিপ্লব সাধু গং কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর মৌজায় ০.৪৮ একর জমি খরিদ করে ০.৪৭ একর জমির উপর সেখানে একটি গুদাম ঘর নির্মাণ করছেন। যার সীমানায় বিধান বিশ্বাসের পিতা অজিত কুমার বিশ্বাসের ০.০৭৫০ একর ও তার কাকা মহারাজ বিশ্বাসের ০.০৭৫০ একর মোট ০.১৫ একর ও বিপ্লব সাধু গং এর খরিদা বাকি ০.০০১ একর জমি রয়েছে। যার উপর বিধান বিশ্বাসদের লাগানো একাধিক আম গাছ রয়েছে। যার ডাল-পালা বিপ্লব সাধুর নির্মানাধীন ঐ গুদাম ঘরের উপর পড়ায় কার্যক্রম এগিয়ে নিতে চরম প্রতিবন্ধকতার মুখে পড়ে। বিষয়টি বিধান বিশ্বাসকে বললে সে বিভিন্ন সময় নানা তাল বাহানা শুরু করে। এক পর্যায়ে বিধান বিশ্বাস বিপ্লব সাধুকে ডালগুলো নিজ দায়িত্বে কেটে দিতে বলে। সে ১২ই সেপ্টেম্বর শ্রমিক দিয়ে ডাল কেটে দেয়। আর এতেই বাঁধে বিপত্তি । এ ঘটনায় বিধান বিশ্বাস কপিলমুনি প্রেসক্লাবে ১৭ ই সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে বিধান বিশ্বাস অভিযোগ করেন অনধিকার প্রবেশে তার সীমানায় ঢুকে আম গাছের ডাল কর্তনের জন্য বিপ্লব সাধুকে দোষী করা হয়। পরের দিন ১৮ই সেপ্টেম্বের বিপ্লব সাধুসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে পাইকগাছায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনের অভিযোগের বিবরণ বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন বিবরনে বিপ্লব সাধুর সন্মানহানী ও মিথ্যা মামলায় হয়রাণি করতে এই মামলা করা হয়েছে। তিনি বলেন, বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষে এলাকার সুষ্ট শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে আমরা সকল ষড়যন্ত্র রুখতে প্রশাসনের কাছে প্রকৃত ঘটনার উন্মেচনের প্রত্যাশা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *