প্রতিনিধি, পাইকগাছা (খুলনা) : কপিলমুনিতে একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে নাশকতার চেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তরা নাশকতার চেষ্টা করলেও বিদ্যুৎ কেন্দ্রের কোন ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়। বুধবার ভোর ৬–২০ মিনিটের দিকে কপিলমুনির পার্শ্ববর্তী দক্ষিণ সলুয়া-রামনাথপুরে অবস্থিত পল্লী বিদ্যুতের পাইকগাছা উপকেন্দ্র -১ এর পাওয়ার ট্রান্সফার্মারে হঠাৎ ধোঁয়া দেখতে পায় এই কেন্দ্রের লাইন্সম্যান সিদ্দিকুর রহমান ও সিকিউরিটি ম্যান অশোক কুমার সাহা। এ সময় তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ফলে পাওয়ার ট্রান্সফার্মারের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানান। সংবাদ পেয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম ) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সহ কপিলমুনি পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের ইনচার্জ চঞ্চল কুমার সরকার গঠনাস্থলে আসেন। এছাড়া ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা সিনিয়র পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম,পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ওবায়দুর রহমান, হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস। ঘটনার বিষয় জানতে চাইলে ওসি ওবায়দুর রহমান জানান, বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার চেষ্টা করা হয়েছে অবশ্যই এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *