পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে সর্বশেষ টাস্কফোর্স কমিটি প্রনীত তালিকার ৮৫৫ টি ভূমিহীন পরিবারের মধ্যে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী’র উপহারের ৬৮টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশে ২২ হাজার ৩৩৪ টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে পাইকগাছার কপিলমুনি’ ইউপির রামচন্দ্রনগর ৩২টি ঘর ও গদাইপুরের বিল পরানমালীতে ৩৬ টি মোট -৬৮ টি ভূমিহীন পরিবার ঘর পাবেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সাংবাদিকদের কাছে এমন তথ্য তুলে ধরেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু , উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান প্রমুখ।

