শেখ সিরাজুল ইসলাম : পাইকগাছার বাঁকা বাজারের জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হাজারও মানুষ। রাস্তাটি পাশ্ববর্তী সাতক্ষীরা জেলার সাথে সংযুক্ত হওয়ার কারণে এই বাজারের পথ ধরে যেতে হয় সাতক্ষীরা সহ নিভিন্ন এলাকায়। এছাড়াও বাঁকা বাজার দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য অনেক বড় বাণিজ্যিক স্থান হিসেবে সুপরিচিত। পাশ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ প্রতিনিয়ত এখানে নানান কাজের তাগিদে এসে থাকেন। তবে সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে থাকে মূল বাজারের প্রাণ কেন্দ্র বাঁকা বাজার জিরো পয়েন্ট খ্যাত কাটাখালি রোডের এই মোড় টি। বৃষ্টি শেষ হলেও রৌদ্রের তাপে না শুকনো পর্যন্ত পানি জমে থাকে রাস্তার উপর। যার ফলে সাধারন পথচারী ও যানবাহনের জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারনকে। ওন্য সময়ের মত আজ (৪ ) আগষ্ট বুধবার দুপুরে বৃষ্টি হয়েছে, তবে পানি সরানোর মতো জায়গা না থাকার কারণে পানিতে তলিয়ে আছে রাস্তা। পথচারী ও স্থানিয়দের সাথে কথা বলে জানাগেছে, পুর্বে পানি সরানোর ব্যবস্থা ছিল, তবে দোকান বৃদ্ধির ফলে পানি সরানোর সব জায়গা দখল হয়ে গেছে, যে কারনে পানি নদীতে যেতে না পারায় রাস্তায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অতিদ্রুত বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *