পাইকগাছা প্রতিনিধি:  অসামাজিক কাজের চেষ্টাকালে জনতা তিনজনকে ধরে পুলিশী দিয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার চাঁদখালীর কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধৃত আসামী উপজেলার হাচিমপুর গ্রামের আমিরুল সরদারের ছেলে মিলন সরদার (১৮), আজিজুল সরদারের ছেলে বাবু সরদার (১৮), হাফিজুল সরদারের ছেলে ইসরাফিল সরদার (১৮) জনৈক মহিলা (৪০) কে বিদ্যালয়ের ভবনের পাশে অবস্থান করছিল।

বিদ্যালয়ের নৈশ প্রহরী হাবিবুল্লাহ গাজী তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজনদের সংবাদ দিয়ে তাদেরকে আটক করে। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন। ওসি জিয়াউর রহমান জানান, ধৃতদের আদালতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *