পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা ): খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজন ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সমবায় গড়ছে দেশ স্মার্ট বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের আলোচনা সভা হয়।
পাইকগাছা উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা- কয়রা আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন রাড়ুলী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, প্রেসক্লাব সভাপতি এফ এম এ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস, আব্দুস ছালাম কেরু প্রমুখ।

