সমাজের আলো : চায়ের দোকানে শুক্রবার রাত নয়টার জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ হাতেনাতে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এর নেতৃত্বে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন পাইকগাছা পৌরসভার শিববাটীর সাত্তার গাজীর ছেলে বাদশা গাজী (২৭), আমের আলী সরদারের ছেলে রাশেদ সরদার (২৫), মোঃ আমজেদ মোল¬ার ছেলে মোঃ সোহেল মোল¬া (২৭), খোকন সরদারের ছেলে মাহাবুব সরদার (৪০), মোঃ ওজিয়ার রহমানের ছেলে মোঃ গোলাম রসুল (২৫), মোঃ জবেদ আলী বিশ্বাসের ছেলে মোঃ আব্দুস সাত্তার (৩৮), মোঃ দীন আলী সরদারের ছেলে মোঃ বাবু সরদার (২৫), মুজিবর গাজীর ছেলে মোঃ আজহারুল ইসলাম (২৭) ও কফিল উদ্দীন মোড়লের ছেলে মোঃ কামরুল ইসলাম (৪৫)।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক