সমাজের আলো : বাল্য বিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।রোববার বেলা ৩ টার দিকে উপজেলার কপিলমুনির বিরাশি গ্রামের রবিউল ইসলামের মেয়ে (১৪) কে পাইকগাছা গ্রামের মোঃ জামির আলী গাজীর ছেলে মাসুম গাজীর সাথে বিয়ের আয়োজন করেন। সে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনা স্থলে যেয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন। আটক করেন মেয়ের মামা কিনু বিশ্বাস এবং ছেলের ভাই মোঃ সিরাজুল ইসলামকে। বিকেলে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের মামা কিনু বিশ্বাস ও ছেলের ভাই সিরাজুল ইসলামকে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত সন্তানদের বিয়ে দিবেন না মর্মে উভয় পক্ষই মুচলেকা দেন।

