পলাশ কর্মকার, (পাইকগাছা) খুলনা:
খুলনা জেলার পাইকগাছার দেলুটির ফুলবাড়িয়ার বাসিন্দা অনুপ হত্যাকান্ডে জেল-হাজতে আটক আনন্দ মন্ডল ৩ জনকে হত্যার টার্গেট করেন। প্রথমে অনুপকে হত্যা করে। সময় পেলে সে দ্রুত স্থানীয় আরোও দু’জনকে হত্যা করত। এর পর সে আত্মহত্যার পথ বেছে নিত। কিন্তু পুলিশ আনন্দের সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। গ্রেফারের পর সে স্বীকারোক্তিমুলক জবানবন্ধিতে সবকিছু খুলে বলেছে। অভিযোগ উঠে স্ত্রী’র অন্য পুরুষের সাথে শারিরিক সম্পর্ক ও প্রেম ঘটিত কারনে সংসারে চরম অশান্তি শুরু হয। এর জেরে ৩ মাস পুর্বে জয়া আত্মহত্যা করতে বাধ্য হয়। তবে আনন্দ জযাকে খুবই ভালো বাসত। এর সে ভেঙে পড়ে। তাই স্ত্রী আত্মহত্যার প্রতিশোধ নিতে সে এ ভয়ঙ্কর খুনের পরিকল্পনা করেন।
