সমাজের আলো: পাকিস্তান সীমান্ত দিয়ে ড্রোনে করে জম্মু-কাশ্মীরে ফেলে যাওয়া অস্ত্র এবং গোলাবারুদ্ধ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নইওয়ালা খাল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে ২টি একে ৪৭ রাইফেল, ৩টি ম্যাগাজিন, ৯০ রাউন্ড গুলি ও একটি পিস্তল রয়েছে। সীমান্তের ওপার থেকে এসব অস্ত্র ভারতীয় সীমানায় পাঠিয়ে দেয়া হয় বলে দাবি জম্মু-কাশ্মীরের প্রশাসনের। আরও পড়ুন: রাশিয়ায় আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পড়ছে মৃত পাখি (ভিডিও) গোয়েন্দা সূত্রের ভিত্তিতে, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাক-ভারত সীমান্তের ১২ কিলোমিটারের ভেতর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের জন্যই ভারী অস্ত্রগুলি পাঠানো হয় বলেও দাবি স্থানীয় পুলিশের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিয়ন্ত্রণরেখা পার হয়ে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার করার ঘটনা বেড়েছে গেছে জম্মু-কাশ্মীরে। এর পেছনে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের হাত রয়েছে বলেও দাবি করেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *