সমাজের আলো।। পাগলা মসজিদের দানবাক্স ১৩টি দানবাক্স পড়েছে ৩৪ বস্তা টাকা। আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এসব দানবাক্স খোলা হয়
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানবাক্সগুলো খোলা হয়। এরপর প্লাস্টিকের বস্তাভর্তি টাকা নেওয়া হয় দ্বিতীয় তলায়। পরে মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ।

