সমাজের আলো : সাতক্ষীরা জেলা বাজার তদারকি টিম (১১ জানুয়ারি) মঙ্গলবার সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটাধীন কুমিরা ব্রিজ সংলগ্ন কলার আড়ৎ ও সদরের বিসিক শিল্পনগরী-বাইপাস সংলগ্ন বেকারি তদারকি করে।কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মো. সাকিবুর রহমান, সদর হাসপাতাল স্যানেটারি ইন্সপেক্টর রথীন্দ্রনাথ ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহ:পরিচালক মো. নাজমুল হাসান। বাজার তদারকি টিম ভোক্তা পর্যায়ে পণ্য ক্রেতা-বিক্রেতাদেরকে পরামর্শ ও লিফলেট বিতরণ করেন এসময়ে উপস্থিত ছিলেন কুমিরা বাজার কমিটির সেক্রেটারি ও অন্যান্য ব্যবসায়ী। এ তদারকি কার্যক্রমের সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় কুমিরা বাজারের মেসার্স মিতা স্টোর কলার আড়ৎদারকে ৭ হাজার ও সদরের বিসিক শিল্পনগরী-বাইপাস সংলগ্ন নিউ আবদুল্লাহ বেকারিতে ৩ হাজার মিলে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ঐ আড়তে বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশানো অপরিপক্ক কাঁচা কলা পাকাতে জাগ অবস্থায় ৪৩ কাদি অপরিপক্ক কলা হাতেনাতে আটক করে তা নষ্ট করেন। উক্ত প্রতিষ্ঠানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ এর ৪২ও৪৩ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *