সমাজের আলো : চোরের উপদ্রব দুর্ধর্ষ চুরি ১০ই মার্চ বৃহস্পতিবার গভীর রাতে পাটকেলঘাটা থানা সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি বাজার খোলা চরাট মড়ে শাটারের তালা লক কেঁটে একই রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে ২টি দোকানে।এলাকাবাসী আলমগীর হোসেন সরদার জানান মোড়ে প্রথম এমন চুরির ঘটনা ঘটলো।
দোকান মালিক আব্দুল গফুর সরদার, জানান আমার দোকান থেকে আনুমানিক নগদ টাকাসহ ৩ হাজার টাকা চুরি হয়েছে ও তহিদুর জামান শেখ, বলেন আমার দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা সহ ৩৫হাজার টাকার মতো চুরি হয়েছে রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় এলাকার বাইরের একের অধিক লোক রাত১১ টার দিকে আমাদের মোরে এসেছিল আমরা দেখেছিলাম এই সংঘবদ্ধ সাঁটার কাঁটা চোরচক্র এ কাজটি করতে পারে বলে দোকান মালিক ও এলাকাবাসীর ধারণা করছে।

