পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা গরুহাটা সংলগ্ন সরকারি কবরস্থানটি অরক্ষিত অবহেলায় পড়ে আছে পাটকেলঘাটা কেন্দ্রিক মুসলমানদের শেষ ঠিকানা সরকারি কবরস্থানটি। সরেজমিন গিয়ে দেখা গেছে, কবরস্থানের মধ্যে বিভিন্ন মরা ছাগল কুকুর ফেলা হচ্ছে দূর্গন্ধে তার পাশে গেলেই নাকে কাপড় দিতে হয়। যার ফলে এই কবরস্থানে কবর দেওয়াও অনেক কমে গেছে। বছরেও কোন জিয়ারত বা দোয়া হয়না। যার ফলে মৃত ব্যক্তিদের অনেক কষ্ট হচ্ছে বলে দাবী স্থানীয় এলাকাবাসীর অভিযোগ,এছাড়া সরকারি এই কবরস্থানের জায়গা আস্তে আস্তে পাশের জমির মালিকগন দখল করে নিচ্ছে বলে একাধিক সূত্রে অভিযোগ উঠেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। কিন্তু উন্নত হয়নি পাটকেলঘাটার মুসলিমদের শেষ ঠিকানা। পাটকেলঘাটা এলাকাবাসীর প্রানেরদাবী জেলা প্রশাসক দয়া করে এই কবরস্থানটি পর্যাবেক্ষন করে এর সীমানা ঠিক আছে কিনা এবং এখানে যেনো মুসলিমরা এসে তাদের স্বজনদের জন্য দোয়া করতে পারে তেমন একটা পরিবেশের ব্যাবস্থা করবেন।
গতকাল ১৩ই ফেব্রুয়ারি রবিবার সকালে সরকারি কবরস্থানটি দেখতে যান তালা উপজেলার সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাহবুব হোসেন মিন্টু,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল ইসলাম,তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন,আজিবার রহমান তুহিন,আওয়ামীলীগ নেতা শেখ টিপু ভাই, শাহিন বিশ্বাস,রাইহান হোসেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *