সমাজের আলো:- পাটকেলঘাটায় যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার চেষ্টার দায়ে স্বামী আলামিন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার সকালে তাকে খলিষখালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।আলামিন সরদার কাশিয়াডাঙার গ্রামের তুব্বাত সরদারের ছেলে।
পাটকেলঘাটা থানার (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন,মঙ্গলবার সকালে স্ত্রীকে যৌতুকের দাবীতে শ্বাসরোধ করিয়া হত্যা চেষ্টা করে মর্মে তার স্ত্রী থানায় মামলা করেন। আজ বুধবার সকালে তাকে খলিষখালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। ওসি আরো বলেন, ধৃত আসামির বিরুদ্ধে নিরীহ জনগণকে ভয়ভীতি ও চাঁদা দাবি ও চাঁদা আদায় সংক্রান্ত ০৬ (ছয়)টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। বুধবার দুপুরে তাকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
