শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার জে.সি.এস মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন সংস্কারের নামে দেওয়া বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণ আত্মসাৎ করলেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোড়ল রোস্তম আলীর যোগসাজশে।
জানা যায় বর্তমান সরকার কোভিট (১৯)করোনাকালীন সময়ে এলাকার উন্নয়ন খাতে সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। তাঁরই ধারাবাহিকতায় তালা উপজেলা তিন নম্বর সরুলিয়া ইউনিয়নের জুজখোলা (৮নং ওয়ার্ড) ইউপি সদস্য মোড়ল রোস্তম আলীকে পি.আই.সি কমিটির সভাপতি করে সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল হাই ১ লক্ষ ২৭ হাজার টাকা অর্থ স্কুল কর্তৃপক্ষকে বরাদ্দ দেয়।
স্কুল কর্তৃপক্ষকে কোন অর্থ না দিয়ে কাজ না করে গত ১৩ জুলাই ২০২২ সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলেছে স্কুল ম্যানেজিং কমিটিসহ এলাকাবাসী। এ ঘটনায় সমগ্র এলাকায় আলোচনার ঝড় উঠেছে। জানা যায় এডিপি থেকে জে সি এস মাধ্যমিক বিদ্যালয়ে ১ লক্ষ ২৭ হাজার টাকা স্কুল সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ না করে পি.আই.সি প্রকল্পের সভাপতি মোড়ল রোস্তম আলী টাকা কিভাবে তুললেন বিষয়টি সচেতন মহলের জিজ্ঞাসা। এ বিষয়ে ইউপি সদস্য প্রকল্প কমিটির (পি.আই.সি) সভাপতির কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।
এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল্লাহ ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ঘটনাটি সত্য তবে সরুলিয়া ইউনিয়ন পরিষদের কোন বরাদ্দ অর্থ চলতি বছরে আমরা স্কুলে পাইনি তবে আমরা এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটা অভিযোগ করব বলে এ প্রতিবেদক কে জানান। এদিকে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই মাস্টারের কাছে জানতে চাইলে তিনি বলেন বিল উঠানো হয়েছে এবার কাজ করবো বলে জানান।
